সরকারের নির্দেশ উপেক্ষা করে আগে-ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ! - News Portal 24
ঢাকাFriday , ৭ মে ২০২১

সরকারের নির্দেশ উপেক্ষা করে আগে-ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ!

নিউজ পোর্টাল ২৪
মে ৭, ২০২১ ৫:১৬ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: ঈদের বাকি আর সপ্তাহখানেক। ঈদের আগে শেষ শুক্রবারে সরকারের নির্দেশ উপেক্ষা করে আগে-ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ।

আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও নানা উপায়ে মানুষ বাড়ি ফেরায় বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকিও।

শুক্রবার (০৭ মে) সকাল থেকে মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড়।

ঢাকার বাইরে বাস না গেলেও সিএনজি-প্রাইভেট কার-মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট ও হালকা যানবাহনে করে গ্রামের বাড়ি যাচ্ছে মানুষ।

বেশিরভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্বও।

এক যাত্রীকে প্রশ্ন করা হলো কোনো গাড়িই তো চালু নেই, যাবেন কিভাবে তাহলে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস না যাক। অনেক কিছুতে করেই যাচ্ছে মানুষ। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি ঢাকা থেকে বের হতে পারলেই ভেঙে ভেঙে যেতে পারবো।

কথার একপর্যায়ে সাংবাদিক বুঝতে পেরে এড়িয়ে যান তিনি। তবে গাবতলী এলাকা ঘুরে তার কথার সত্যতা পাওয়া যায়। পিকআপ, মিনি পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক ও প্রাইভেটকারসহ নানা বাহনে ঢাকা ছাড়ছে মানুষ। তবে একটু ভিন্ন কৌশল অবলম্বন করে চড়া দাম দিয়ে।

একটু সচ্ছল যারা তারা যাচ্ছেন বিভিন্ন প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাড়া করে। এক্ষেত্রে অবশ্য তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকেই যাত্রা শুরু করতে পারছেন। তবে গাবতলী বাসস্ট্যান্ড ও মাজার রোড এলাকা থেকে তাৎক্ষণিক এসব পরিবহন ভাড়া করেও যাচ্ছেন অনেকেই।

এদিকে, রাজধানীর ভেতরে গণপরিবহন চালু হওয়ায় কমেছে নিত্যযাত্রীদের ভোগান্তি।

তবে যাত্রীদের অভিযোগ, ‘সরকার নির্ধারিত বাড়তি ৬০ ভাগের চেয়েও বেশি ভাড়া নেয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ  জুড়ীতে শাহিনা রেস্টুরেন্টে দুই নারীসহ জনতার হাতে ম্যানেজার আটক