ঢাকাTuesday , ১৮ মে ২০২১

শ্রীমঙ্গলে ব্রিজের নিচে এক অজ্ঞাত যুবতির বস্তাবন্দি লাশ উদ্ধার

নিউজ পোর্টাল ২৪
মে ১৮, ২০২১ ৬:১৭ অপরাহ্ন
Link Copied!

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হুগলিয়া উদনাছড়া ব্রিজের নিচে এক অজ্ঞাত যুবতির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮মে) সকাল সাড়ে ৯টার উপজেলা সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজার সংলগ্ন উদনাছড়া ব্রিজের নিচে একটি মুখ বাঁধা সাদা রংয়ের বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে বস্তাটি উদ্ধার করে মুখ খুললে এক যুবতির লাশ দেখতে পায়। লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, আমরা চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে অজ্ঞাত যুবতির ২৩ থেকে ২৫ এর মধ্যে তার বয়স হতে পারে।

তবে লাশের মুখটা কিছুটা বিকৃত হয়ে গেছে। ঘটনা স্থলে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা এবং পিআইবিসহ পুলিশের বিভিন্ন দপ্তরের সদস্যরা উপস্থিত রয়েছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে প্রেরণ হবে বলে তিনি জানান।