শ্রমিকদের লাইনে দাঁড়িয়ে ইফতারে অংশ নিয়েছেন ‘এরদোয়ান’ – News Portal 24
ঢাকাMonday , ৩ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের লাইনে দাঁড়িয়ে ইফতারে অংশ নিয়েছেন ‘এরদোয়ান’

নিউজ পোর্টাল ২৪
মে ৩, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান শ্রমিকদের লাইনে দাঁড়িয়ে ইফতারে অংশ নিয়েছেন।

ইস্তাম্বুলের তুজলায় একটি কারখানায় নিজ হাতে খাবারের ‘ট্রে’ নিয়ে তাদের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন তিনি।

পরে প্রেসিডেন্ট এক প্রেস কনফারেন্সে অংশ নেন। এ সময় ১লা মে ‘শ্রম ও সংহতি’ দিবসের কথা স্মরণ করিয়ে এরদোয়ান বলেন, আমার প্রধানমন্ত্রীর আমলে দিবসটি ঘোষণা করা হয়েছিল। এটি আমাদের কর্মজীবী ভাই-বোনদের সঙ্গে আমাদের সংহতির সবচেয়ে বড় প্রমাণ।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা এই সুন্দর দিনটিকে অর্থহীন করার অপচেষ্টা করছে। দুর্ভাগ্যক্রমে, এটি কেবল তুরস্কেই নয়, প্যারিসেও হচ্ছে। এ দিনে তিনি শ্রমিকদের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।’

তিনি আরও বলেন, ‘যারা শ্রমিকের সেই পবিত্র ঘাম শোষণ করতে চায় তাদেরকে আমাদের দেশ ঠাঁই দেবে না। যারা শান্তির প্রতিনিধিত্ব হওয়া একটি দিনটিকে অস্থিরতায় পরিণত করার চেষ্টা করছে তাদেরকে আমরা কোনোভাবেই সুযোগ দেব না।’

এরদোয়ান বলেন, ‘আমরা এ দিনকে শ্রমজীবীদের ছুটির দিন হিসেবে উদযাপন করতে চাই। মহান আল্লাহর শুকরিয়া, আমি যে সর্বশেষ তথ্য পেয়েছি সে অনুসারে তুরস্কে আজ পর্যন্ত কোনো গুরুতর ঘটনা ঘটেনি।’

এ সময় তিনি শ্রমিকদের শুভেচ্ছা জানান। এরদোয়ানে সঙ্গে শ্রম ও সামাজিক সুরক্ষামন্ত্রী বেদাত বিলগিন এবং শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানক উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি এরদোয়ান শ্রমিকদের সঙ্গে ইফতারের পর কারখানার উৎপাদন বিভাগ পরিদর্শন করেন। সেখানে কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি উৎপাদন সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি শ্রমিকদের সঙ্গে স্মৃতি হিসেবে ছবি তোলার সময় কয়েকটি পণ্যতে স্বাক্ষরও করেন।