ঢাকাTuesday , ১১ মে ২০২১

বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজন ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ পোর্টাল ২৪
মে ১১, ২০২১ ৪:২৭ অপরাহ্ন
Link Copied!

বালাগঞ্জ সিলেট প্রতিনিধি:: বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) স্থানীয় কালিবাড়ী বাজারে ছাত্র লীগের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ক্বারি রুহেল আহমদ চৌঃ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ কাইয়ুম দুলাল, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এইচ এম ফজলু মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী প্রমুখ।

এসময় প্রায় ৫ শতাধিক অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার মাহফিলে মহামারী করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে সুরক্ষা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সদস্য সহ সকল শহীদ এর রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।