এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: যুক্তরাজ্যস্থ লুটন আওয়ামী লীগের সহ সভাপতি সিলেট- ৩ সংসদীয় আসনে আসন্ন উপ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী (আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী) বালাগঞ্জ দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিম পুর গ্রামের মো. আজমল আলী খাঁনের পক্ষ থেক বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (১২ মে) বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরস্থ সাপ্তাহিক কুশিয়ারার কূল কার্যালয়ে এ ঈদ উপহার প্রদান করা হয়। উপহার গ্রহন উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাসের সভাপতিত্বে সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিলুর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকা ও ইউরোপ এন টিভির বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ, ক্লাবের সহ-সভাপতি হোসাইন আহমদ সহ সাধারন সম্পাদক এম এ কাদির, সদস্য তারেক আহমদ।
সভায় বক্তারা সরকারের পাশাপাশি এলাকার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে প্রবাসিদের অবদান ও বিভিন্ন দুর্যোগ কালিন সময় সবার আগে সহায়তা নিয়ে এগিয়ে আসা এবং সাংবাদিকদের কল্যাণে অতীত ও বর্তমানে প্রবাসি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের স্মৃতি চারণ করে কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।