বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার (১৫ মে) বিকাল ৩ ঘটিকায় কালিবাড়ী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ থানার এএসআই জাকির আহমদ, সদস্য মস্তু মিয়া, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী ক্বারি রুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, ব্যবসায়ী মাওঃ হুসাইন আহমদ আওলাদ, ব্যবসায়ী জাহেদ আলী রিপন, সংবাদকর্মী এ. আর. কাওছার, জবরুল গাজী ও রবিউল ইসলাম মাছুম সহ প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় থানা পুলিশের পক্ষে জাকির আহমদ বলেন, চলমান করোনা ভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে সকলকে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার আহ্বান জানাই। আসুন সকলেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি। এতে তিনি সকলকে মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেন। আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন।