বালাগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত – News Portal 24
ঢাকাSaturday , ১৫ মে ২০২১

বালাগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
মে ১৫, ২০২১ ১২:৪৪ অপরাহ্ন
Link Copied!

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার (১৫ মে) বিকাল ৩ ঘটিকায় কালিবাড়ী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ থানার এএসআই জাকির আহমদ, সদস্য মস্তু মিয়া, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী ক্বারি রুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, ব্যবসায়ী মাওঃ হুসাইন আহমদ আওলাদ, ব্যবসায়ী জাহেদ আলী রিপন, সংবাদকর্মী এ. আর. কাওছার, জবরুল গাজী ও রবিউল ইসলাম মাছুম সহ প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় থানা পুলিশের পক্ষে জাকির আহমদ বলেন, চলমান করোনা ভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে সকলকে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার আহ্বান জানাই। আসুন সকলেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি। এতে তিনি সকলকে মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেন। আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরীর বালুচরে ওমান প্রবাসীর স্ত্রী খুন