ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে হোসেন আলীর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউপি সদস্য আবু মুসা সহ স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে ওই বাড়ীর বিদ্যুতের সংযোগ থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পার্শ্ববর্তি নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে ওই বাড়ীর ৩টি আধাপাকা ঘরসহ আসবাবপত্র, ধানচাল, হাঁস মুরগী পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।