ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ‘রাবাদার প্রার্থনা’ – News Portal 24
ঢাকাWednesday , ১২ মে ২০২১

ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ‘রাবাদার প্রার্থনা’

নিউজ পোর্টাল ২৪
মে ১২, ২০২১ ৯:১২ অপরাহ্ন
Link Copied!

স্পোর্টস ডেস্ক:: পবিত্র রমজান মাসে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মমতার শিকারে দিশেহারা ফিলিস্তিনের সাধারণ জনগণ। গত কিছুদিন ধরেই ইসরায়েলের হামলায় বিপর্যস্ত সবাই।

এমতাবস্থায় অসহায় মুসলিমদের জন্য প্রার্থনা করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিস্টান ধর্মাবলম্বী ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

সোমবার ভোরে পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

এতে এখন পর্যন্ত ৩৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত কমপক্ষে আড়াইশ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আল-জাজিরাকে জানায়, সোমবার থেকে এ পর্যন্ত নিহত ৩৬ জনের মধ্যে ১০ জনই শিশু।

মঙ্গলবার মধ্যরাতে তেল আল-হাওয়া এলাকায় একটি ভবনে ইসরাইলের বিমান হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছর বয়সী শিশু সন্তান নিহত হয়। তার পাশেই হামলায় ভবন ধসে আরও তিন নারী নিহত হন।

ফিলিস্তিনে এমন ধ্বংসযজ্ঞ চালানো ইসরাইলিদের প্রতি নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ। পশ্চিমা বিশ্ব অনেকটা নীরব থাকলেও মানবতার প্রশ্নে নীরব নেই ভিন্ন ধর্মাবলম্বী অনেকেই।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা খ্রিস্টান ধর্মাবলম্বী। কিন্তু তিনিও চুপ থাকতে পারেননি, প্রার্থনা করছেন ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘প্রে ফর প্যালেস্টাইন’ #PrayForPalestine হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা তো বটেই, বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার রাবাদা। মাত্র ২৫ বছর বয়সেই দেশের হয়ে ৪৫ টেস্ট, ৭৭ ওয়ানডে আর ২৬ টি-২০ খেলে ফেলেছেন ডানহাতি এই পেসার।

এর আগে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা থামাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের ‘ক্ষমতার মধ্যে সবকিছু’ করার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

মঙ্গলবার দিবাগত রাতে এক টুইটার বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটে মিশরীয় ফুটবল আইকন লেখেন, আমি বিগত ৪ বছর ধরে যে দেশে বসবাস করছি তার প্রধানমন্ত্রীসহ (বরিস জনসন) সকল বিশ্ব নেতাকে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের নিরপরাধ মানুষ হত্যা ও তাদের ওপর সহিংসতা তাৎক্ষণিক বন্ধের জন্য আপনাদের ক্ষমতার মধ্যে যা করার সব করুন। যথেষ্ট হয়েছে, যথেষ্ট।

মোহামেদ সালাহর মতো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে টুইট করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার ‘রিয়াদ মাহরেজ’।

সোমবার ভোরে আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন তিনি।