ঢাকাTuesday , ৪ মে ২০২১

নিজের জিভ কেটে ওয়াদা পূরণ করলেন গৃহবধূ!

নিউজ পোর্টাল ২৪
মে ৪, ২০২১ ৮:৫৮ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: কথা দিয়েছিলেন নির্বাচনে তার প্রিয় দল জিতলে নিজের জিভ কেটে উৎসর্গ করবেন। এবার সেই প্রতিজ্ঞা পূরণ করলেন করলেন ভারতের তামিলনাড়ুর এক গৃহবধূ।

সোমবার (০৩ মে) স্থানীয় একটি মন্দিরে গিয়ে নিজেই নিজের জিহ্বা কেটে ফেলেন ওই নারী। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ‘ভানিথা (৩২) নামের এক নারী প্রতিজ্ঞা করেছিলেন, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার প্রিয় দল ডিএমকে’র সভাপতি এম কে স্টালিন মুখ্যমন্ত্রী হলে নিজের জিভ কেটে দেবীকে ‘উৎসর্গ’ করবেন।’

রোববার ফলপ্রকাশের পরই দেখা যায়, ‘বিপুল ব্যবধানে জিতে দশ বছর পর দক্ষিণের রাজ্যে ক্ষমতায় ফিরছে এমকে স্ট্যালিনের ডিএমকে। আর এরপরই চরম সিদ্ধান্ত নেন ভানিথা।’

নিজের প্রতিজ্ঞা অনুযায়ী স্থানীয় ‘মুথালাম্মান’ মন্দিরে যান তিনি। করোনার কারণে মন্দির বন্ধ থাকলেও, গেটের সামনেই ধারালো অস্ত্র দিয়ে নিজের জিভ কেটে প্রতিজ্ঞা রাখেন ভানিথা।

এরপরই ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আহত ভানিথা রাজ্যের রামানাথপুরম জেলার পারামাকুদির ইউনিয়নের পঠুভাকুদির বাসিন্দা কার্তিকের স্ত্রী বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  আফ্রিকার ১৭টি দেশের ঋণ মওকুফ করবে চীন