ঢাকাMonday , ১০ মে ২০২১

দেশ সেরা হাফেজ হয়েছে হবিগঞ্জের মােহাম্মদ বশির আহমেদ

নিউজ পোর্টাল ২৪
মে ১০, ২০২১ ৭:২১ অপরাহ্ন
Link Copied!

নিউজ পোর্টাল ২৪ ডেস্ক:: পিএইচপি ‘কুরআনের আলাে প্রতিভার সন্ধানে’ হিফজুল কুরআন প্রতিযােগীতা- ২০২১ এ প্রথম স্থান অর্জন করেছে হবিগঞ্জের লাখাইয়ের সন্তান হাফেজ ‘মােহাম্মদ বশির আহমেদ’।

এক্সপ্রথম স্থান অর্জনকারী হিসেবে সে ৪ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে।

গত সােমবার (১০ মে) এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলাে প্রতিযােগিতায় তাদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকরা।

প্রতিযােগিতায় দ্বিতীয় স্থান অধিকার করছে নেত্রকোনা জেলার ক্ষুদে হাফেজ মাে. লাবিব আল হাসান।

তৃতীয় স্থান অধিকার করেছে কিশােরগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাে. মাহমুদুল হাসান আশরাফী।

ক্ষুদে হাফেজ বশিরের এই কৃতিত্বে আনন্দিত লাখাইসহ হবিগঞ্জের মানুষ।