আল-আকসায় কদরের রাতে নামাজরত অবস্থায় ইসরাইলী হামলায় ৮০ ফিলিস্তিনি আহত – News Portal 24
ঢাকাSunday , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আল-আকসায় কদরের রাতে নামাজরত অবস্থায় ইসরাইলী হামলায় ৮০ ফিলিস্তিনি আহত

নিউজ পোর্টাল ২৪
মে ৯, ২০২১ ৪:৩৬ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: শবে কদরের রাতে নামাজরত অবস্থায় ইসরাইলী হামলায় ৮০ জন ফিলিস্তিনি নারীপুরুষ আহত হয়েছেন।

জানা যায়, ‘জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী পুলিশের হামলা দ্বিতীয় দিন রাতেও অব্যাহত ছিলো। এ ঘটনায় কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।’

তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর প্রায় এক লাখ মুসল্লি আল-আকসায় নামাজ আদায় করেন।

বিবিসি জানায়, ‘পুরোনো শহরের দামেস্ক গেটে বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুড়ে মারে। জবাবে ইসরাইলী পুলিশ স্ট্যান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।’

ইহুদীবাদী পুলিশ জানায়, ‘কমপক্ষে তাদের একজন কর্মকর্তা আহত হয়েছে।’

ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেমের ঘরবাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সৃষ্ট ক্ষোভের কারণে পুরো রমজান মাস জুড়ে এ এলাকার সর্বত্র উত্তেজনা বিরাজ করছে।

এর আগে শুক্রবার জুমাতুল বিদার দিনে আল-আকসা মসজিদ এলাকায় মুসল্লিদের ওপর হামলা করে পুলিশ। ওই দিন দুই শতাধিক ফিলিস্তিনি আহত হয়। ১৭ ইসরাইলী পুলিশ আহত হয়েছে বলেও দাবি করা হয়। শনিবার রাতে যখন মুসলমানরা পবিত্র শবে কদর পালন করছিল তখনই আবার হামলার ঘটনা ঘটে।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম শ্রদ্ধার স্থান, তবে এটি ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান, যাকে তারা টেম্পল মাউন্ট হিসেবে জানেন।

এই স্থানটিতে এর আগেও একাধিকবার ইহুদীবাদী পুলিশ হামলা চালিয়েছে। সূত্র: ইনকিলাব