অনলাইন ডেস্ক:: পবিত্র রমযানের সম্মানার্থে নাচ-গান নয় সৌদিআরবে করোনাকে ঘিরে অবসাদগ্রস্থ রোগীদের মনোবল ধরে রাখতে হসপিটালগুলোতে ওয়ার্ডে করোনা রোগীদের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াতরত ডাক্তার নার্সগণ।
কারো হাতে ছোট বড় কোরআন শরীফ আবার কারো হাতে মোবাইল ফোনে কোরআন শরীফ। অনলাইনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছবিগুলো ভাইরাল হতে দেখা যায়।
এদিকে আন্তর্জাতিক করোনা ভাইরাস পরিসংখ্যান ওয়েবসাইট ওয়াল্ডো মিটার এর তথ্যানুযায়ী ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত সৌদি আরবে করোনা মোট শনাক্ত হয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ৩শ’ সাত জন, মৃত্যু হয়েছে মোট ৬ হাজার ৯শ’ ৪৬ জনের এবং সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৫শ’ নয় জন।
সৌদি আরবে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগী এবং করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা আশঙ্কাজনক বলে মনে করছেন সৌদি আরব নিবাসী বাংলাদেশিরা।
তবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস মনে করছে অন্য দেশের অভিবাসীদের তুলনায় সেখানে বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার হার কিছুটা বেশি হলেও তা অস্বাভাবিক বা আশঙ্কাজনক নয়।