সাপাহারে মডেল মসজিদ নির্মাণ কাজের পরিদর্শনে নবাগত ইউএনও আব্দুল্যাহ আল মামুন – News Portal 24
ঢাকাFriday , ২৩ এপ্রিল ২০২১

সাপাহারে মডেল মসজিদ নির্মাণ কাজের পরিদর্শনে নবাগত ইউএনও আব্দুল্যাহ আল মামুন

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৩, ২০২১ ২:০৬ অপরাহ্ন
Link Copied!

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:: সারা দেশের ন্যায় ইসলামি মূল্যবোধের প্রসার ও সংস্কৃতি বিকাশে নওগাঁর সাপাহার উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন চিত্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আব্দুল্যাহ আল মামুন।

পবিত্র জুম্মাবার জুম্মার নামাজ শেষে উপজেলা সদরের নতুন বাসস্টান্ড বড় ঈদগাহে সারাদেশে ৫০ টি মডেল মসজিদ নির্মানের মধ্যে সাপাহার উপজেলায় নির্মাণ হচ্ছে ১ টি মডেল মসজিদ প্রায় ১২ কোটি টাকা নির্মাণে তৈরি মসজিদের ভেতরে পুরুষের পাশাপাশি নারীরাও আলাদা ভাবে নামাজ আদায় করতে পারবেন যা সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আব্দুল্যাহ আল মামুন পরিদর্শন করেন।

মসজিদটি স্থাপনের পর উপজেলাবাসী যা যা সুবিধা পাবে তা প্রথম তলায় থাকবে- ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা অফিস, প্রতিবন্ধীদের জন্য সেন্টার ও নামাজের সুব্যবস্থা, ইসলামিক বুক স্টোর, মরদেহ গোসলের ব্যবস্থা ও পার্কিং ব্যবস্থা।

দ্বিতীয় তলায়- প্রধান নামাজ ঘর। এছাড়া সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস কক্ষ এবং শাহান (উন্মুক্ত জায়গা বিশেষ করে ঈদের নামাজের জায়গা) থাকবে। পর্যটকদের ভ্রমণসুবিধার কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, ইসলামিক লাইব্রেরি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের থাকার পৃথক ব্যবস্থা, হিফজো ও মক্তোবখানা থাকবে।

থাকবে নারী-পুরুষের জন্য আলাদা অজু ব্যবস্থা এবং পৃথক নামাজের কক্ষ। এছাড়া অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সিঁড়ি এবং শিশুদের জন্য শিক্ষাসুবিধা থাকবে।

নবাগত ইউএনও যোগদানের পর উপজেলার উন্নয়ন মূলক কাজের পরিদর্শন করে দেখছেন যাতে করে কাজের মান যেন খারাপ না হয়।