ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলার তাজপুর বন্ধু মহলের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে কদম তলা খালেদ আহমদ খুখু বাসায় ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এতিম মাদ্রাসার বাচ্ছাদের মাঝে ও গরীব অসহায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতারে ছিলো, বিরিয়ানি, মোরুগের কারি, জিলাপি, শরবত, খেজুর, শসা সামগ্রী ছিল। বন্ধু মহলের সদস্যরা জানান তারা এ ধরনের সামাজিক কাজ অব্যাহত রাখবেন, ইউপি সদস্য খালেদ আহমে খুখু বলেন, আমরা বন্ধুরা সবাই মিলে এ আয়োজন করেছি। আমরা আরো এ ধরনের কজ করতে ইচ্ছুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
মূলত মঙ্গল চন্ডী নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৬ সালের ব্যাচ নিয়ে গঠিত হয় বন্ধু মহল। এ সময় ইফতার বিরতণে উপস্থিত ছিলেন ইউপি সদস্য খালেদ আহমদ খুখু, বন্ধু মহলের সদস্য, আলী জাবেদ সুমন, সামছুল হক, মাসুদ আহমদ, রাজন, নিউটন, মুমিন, জাকির, রুমেল, সাকিল, হাবিব, হেলাল, আলীম, হারুন, জমির, পাপ্পু, বিশ্ব, রাজু, সুকান্ত, মুনসুর, কানন, নাজমুল, নজরুল, রায়হান, মজনু, টিপন, কামরান, লুৎফুর, সুমন প্রমুখ।