স্পোর্টস ডেস্ক:: করোনা ভয়াবহ রূপটা দেখছে ভারত। করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে অনেক। হাসপাতালে সিট নেই, চলছে অক্সিজেনের তীব্র সংকট। লাশে ভরে গেছে শ্মশানঘাটগুলো। এত লাশের শেষকৃত্য করতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। এমন পরিস্থিতের মাঝেও ভারতের মাটিতেই চলছে আইপিএল। দেশের দুর্যোগে আইপিএল বন্ধ হবে কি-না সেটার ধার ধারেননি ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এই মহামারিতে আইপএলের দল দিল্লি ক্যাপিটালস ছেড়ে পরিবারের সদস্যের কাছে ছুটে গেছেন অশ্বিন। করোনার বিরুদ্ধে যুদ্ধে পরিবারের সদস্যদের পাশে থাকবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। অশ্বিনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনও জানিয়েছে ফ্রেঞ্চাইজিটি।
রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও খেলেছিলেন অশ্বিন। উইকেট না পেলেও ৪ ওভারে ২৭ দিয়েছিলেন তিনি। সে ম্যাচে সুপারওভারে জয় পায় দিল্লি। সূত্র: কালের কণ্ঠ।