নেই অ্যাম্বুলেন্স, গাড়ির ছাদেই বাবার লাশ বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে – News Portal 24
ঢাকাMonday , ২৬ এপ্রিল ২০২১

নেই অ্যাম্বুলেন্স, গাড়ির ছাদেই বাবার লাশ বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৬, ২০২১ ৭:৫২ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: হাজার চেষ্টা সত্ত্বেও জোগাড় করতে পারেননি অ্যাম্বুলেন্স। শেষ পর্যন্ত গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে নিয়ে সৎকার করতে গেলেন ছেলে।

ঘটনা ভারতের উত্তরপ্রদেশের। মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না জানা যায়নি। তবে বাঁশের মাচাসমেত দেহ গাড়ির ছাদে বেঁধে নিয়ে যেতে দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি শ্মশানে উপস্থিত সকলেও ওই দৃশ্য দেখে চমকে ওঠেন।

যদিও পরিষেবায় কোনও ঘাটতি নেই বলে বার বার দাবি করে এসেছে উত্তরপ্রদেশ সরকার। তার মধ্যেই সোমবার আগ্রায় এই দৃশ্য চোখে পড়ল।

ভারতে গত বেশ কিছুদিন ধরেই দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষ ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুও ৩ হাজারের কাছাকাছি।

এর প্রভাব পড়েছে ভারতের আগ্রাতেও। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে দৈনিক সংক্রমণ ৬০০-র উপর রয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শহরের বেসরকারি হাসপাতালগুলো কোভিড রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে।